বিশ্ব ইজতেমায় জুমা আদায়ের মাধ্যমে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়েছে।

করোনা মহামারির কারণে দুই বছর পর হচ্ছে বিশ্ব ইজতেমা। এজন্য অন্যান্য বছরের তুলনায় এবার জুমার নামাজে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ ছিল বেশি। দেশের সর্ববৃহৎ এই জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শুরা সদস্য মাওলানা জোবায়ের।

দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হয় জুমার খুতবা। ১টা ৪৫ মিনিটে শুরু হয় জুমার নামাজ। শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে।

ইজতেমা ময়দানের জুমার জামাতে শরিক হতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন তুরাগের তীরে।

১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলি-গলিতেও জুমার নামাজে অংশ নেন মুসুল্লিরা।

এদিকে বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরাহ, হিন্দুস্থান। বাদ আসর বয়ান করবেন মাওলানা ক্বারি যুবায়ের আহমদ সাহেব এবং বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্থান। বাংলা অনুবাদ করবেন মাওলানা ওমর ফারুক।

বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণে আধুনিক সুবিধা-সম্বলিত আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ময়দান এলাকায় থাকছে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ, র‌্যাবের কন্ট্রোলরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *