বিশেষ বিবেচনায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করতে পারে: অ্যাটর্নি জেনারেল

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: গত বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা মোতাবেক খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো চিকিৎসা নিতে দেশে-বিদেশে সুযোগ দেয়ার দাবি জানিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবার সে বিষয়ে কথা বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অনেকদিন সাজা খাটার পরে এটা সরকার বিশেষ বিবেচনায় করতে পারে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওই দাবি নিয়ে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘সাধারণত অনেকদিন সাজা খাটার পর সাজা সাসপেন্ড করা হয়। অনেকদিন সাজা খাটার পরে সরকার বিশেষ বিবেচনায় এটা করে, করতে পারে। সে রকম কেস যদি তারা মেইক আউট করতে পারে, সেটা সরকারের ব্যাপার।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাদণ্ড ভোগ করেন ৪০১ (১) ধারা (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় অনেক সময় স্থগিত করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, তবে সে ব্যাপারে সরকার দেখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *