প্রাণ গেলেও আপনাকে বলবে না ‘আমার কিছু চাই’!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: এমনও একটা সময় আসবে যখন বলা হবে, সারাবিশ্ব করোনার সাথে যুদ্ধ করেছিল! সেই যুদ্ধে আমার, আপনার ভূমিকা ঠিক ছিল তো? বেঁচে থাকলে নিজেদের এই প্রশ্নটিও করা যাবে, সেই যুদ্ধে আমি, আপনি যোদ্ধা ছিলাম তো?

আমি বিশ্বাস করি মহান আল্লাহ সকলকে প্রাণের জন্য করার সুযোগ দেন না! হাত নিচ থেকে উপরে উঠে আসার আগে যদি আপনার হাত উপর থেকে নিচে চলে যেতে পারে তাহলে আপনি সর্বোত্তম যোদ্ধাদের একজন হবেন নিঃসন্দেহে!

নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন! আপনার আশেপাশে দেখুন। লক্ষ্য করুন সেই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ব্যক্তিত্বসম্পন্ন মানুষগুলোকেও, যারা প্রাণ গেলেও একটিবারের জন্য আপনাকে বলবে না ‘ আমার কিছু চাই’!

এমন এমন ব্যক্তিত্বসম্পন্ন পরিবারের মানুষের তথ্য ভেসে আসছে আর চোখদুটো বারবার ভিজে যাচ্ছে! তারা কারো কাছে যেতে পারে না, চাইতে পারে না! আপনার সামর্থ্য থাকলে চাইবার আগেই ধর্ম, বর্ণ, নির্বিশেষে আপনার আশেপাশের মানুষের দিকে একটু চোখ মেলে তাকান প্লিজ!

আগামীর একজন যোদ্ধা হোন! বর্তমানকে বুঝতে দিন এই যুদ্ধে আপনি, আমি তাদের সমব্যথী ও সহমর্মী! বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকারী সকল যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *