প্রধানমন্ত্রীর উপরের ১২০০ কেজি আম গেল ভারতে

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : ভারত-বাংলাদেশের মধ্যে সোহার্দ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১২০০ কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম গেল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকটে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দরের ও কাস্টমসের কার্যাবলী সম্পন্ন করে উপহারের আম পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার তানভীর রহমান।

এ সময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহারের দিয়েছেন। দু’দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী এ উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *