পিআইওর দপ্তরের পরিচয় দিয়ে কর্মসূচির টাকা লুট

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: পিআইও দপ্তরের পরিচয় দিয়ে হত দরিদ্রের কর্মসূচি টাকা লুট করা হয়েছে। তবে পিআইও অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ বাইজিদ বলছে এ ধরনের অভিযোগ আসার পরে ভুক্তভোগীদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, তার এক কিস্তির ৬ হাজার ৪০, সোনাভান বেগমের ৮ হাজার ৫৬, সাহেব আলীর ৬ হাজার ৪০, অনিকা দাসের ৮ হাজার ৫৬ টাকা পিআইও অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ঈদে বোনাসের টাকা দিবেন এ কথা বলে কৌশলে তাদের ফোনের পাসওয়ার্ড ও ওটিপি জেনে নগদের একাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসে গেলে থানায় সাধারণ ডায়েরি করতে বলেন।

 

পলাশী গ্রামের তাসলিমা বেগম বলেন, অভাবের তাড়নায় রোদে পুড়ে ৪০ দিনের কর্মসূচির কাজের শ্রমিক হয়ে মাটি কাটার কাজ করেছেন। আশা ছিল, মজুরির টাকা পেয়ে খাবার কিনবেন, ঈদে কিনবেন ছেলের জন্য নতুন জামা। কাজের মজুরি ৬ হাজার ৪০ টাকা নগদ অ্যাকাউন্টে ঢোকার খবরে গত রোববার বিকেলে ছুটে যান স্থানীয় বাজারে এজেন্টের দোকানে। সেখানে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। দোকানি জানিয়েছেন, টাকা ঢোকার পরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।নগদ অ্যাকাউন্টের টাকা অন্য কেউ তুলে নেওয়ার এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন।

 

সোনাভান বেগম নামে আরেক নারী বলেন, ‘ভিটেমাটি ছাড়া কিছু নাই। মাটি কাটার কাজের টাকায় কষ্টে সংসার চলে। করোনার টিকার সব ডোজ নেওয়ায় আড়াই হাজার টাকা বোনাস দেবে বলে ওরা প্রথম কিস্তির আট হাজার টাকা তুলে নেছে।

রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন বলেন, ‘আমার ওয়ার্ডে যে চারজনের টাকা নিয়েছে। তাদেরকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া উপজেলা কর্মকর্তার কাছে অভিযোগ করতে বলা হয়েছে।

মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আব্দুল্লাহ বাইজিদ বলেন, নগদে টাকা দেয়ার বিষয়টি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে। আমরা শুধু বিল প্রস্তুত করি। তবে টাকা খোয়া যাওয়ার বিষয় জানার পর ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছে। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, কর্মসূচির টাকা হাতে নেয়ার বিষয়টি জানার পরে খোঁজখবর নিচ্ছি। তাছাড়া থানার ওসি কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *