নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় করায় শার্শায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:  সরকারি আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করায় যশোরের শার্শায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ৩৫০ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার নাভরন বাজারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্বেও ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি করছিলেন। এসব জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে। গোঁপন খবর পেয়ে পুলিশের সহযোগীতা নিয়ে অভিযান পরিচালনা কর হয়। এসময় দুই ব্যবসায়ীর দোকান থেকে ৩৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *