দেশের দুর্যোগপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূলধারার গণমাধ্যম: তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, এই দুর্যোগের সময়ে দেশের মূলধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। তিনি বলেন, করোনায় বিশ্বের বেশির ভাগ দেশের চেয়েই বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।

বৃহস্পতিবার বিকেলে করোনাকালিন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার ১০৩ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিকতা নামক মহান পেশার লোকজনের দৈন্যদশার কথা উপলব্ধি করে ২০১৩ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এরও আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের জন্য গড়ে তুলেছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সেই প্রেস ইনস্টিটিউটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে বর্তমানে ৪৫ কোটি টাকা স্থিতি রয়েছে। মোল্লা জালাল সাংবাদিকদের ইউনিয়ন করার ব্যাপারে তাগিদ দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্বের কোন দেশ এখনো গণমাধ্যম কর্মীদের কোন সহায়তায় এগিয়ে আসেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে আজ প্রমাণ করেছেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর আগে দুপুরে নগরীর মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র পরিদর্শন করেন। তথ্যমন্ত্রী বেতার কেন্দ্রে পোঁছালে সকল কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেটে আসেন তথ্যমন্ত্রী। বেতার পরিদর্শন পর মন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। রাতে বিমানযোগে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *