টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছে। ওই ব্যক্তির হাতে একটি এআর-১৫ রাইফেল (এক প্রকারের হালকা ও স্বয়ংক্রিয় বন্দুক) ছিল।

সন্দেহভাজন অপরাধী এখনও পলাতক আছেন।

মার্কিন পুলিশ বলছে, এআর-১৫ রাইফেলে সজ্জিত এক সন্দেহভাজন বন্দুকধারী একটি বাড়িতে গুলি করার পর পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিট (আনুমানিক) নাগাদ ঘটনাটি ঘটে। সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা ক্লিভল্যান্ড থেকে এ বিষয়ে একটি ফোনকল পেয়েছেন। এ ক্লিভল্যান্ড শহরটি টেক্সাস রাজ্যের রাজধানী হিউস্টনের প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত। এটা একটি ছোট শহর।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা যখন ওই স্থানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।

এবিসি নিউজকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবর্ষণে হতাহতদের মধ্যে একটি আট বছরের শিশু নিহত রয়েছে। এছাড়া দু’জন নারীকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থা পাওয়া যায়। তারা দু‘টি বেঁচে থাকা শিশুর ওপরে পড়ে ছিলেন।

কর্তৃপক্ষ বলছে, এ বন্দুক হামলায় সন্দেহভাজন ব্যক্তি একজন মেক্সিকান পুরুষ। তার কাছে একটি এআর-১৫ রাইফেল আছে। হত্যাকাণ্ডের সময় সে নেশাগ্রস্ত ছিল।

তারা জানিয়েছে, তারা এক হিস্পানিক পুরুষকে খুঁজছেন। তিনি আনুমানিক পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা। তাকে শেষবার কালো শার্ট ও নীল জিন্স পরা অবস্থায় দেখা গিয়েছিল। তার পায়ে ছিল বুটজুতা। তার চুল ছোট ও কালো রঙের বলে জানা গেছে।

সূত্র : এবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *