টাওয়ারের ব্যাটারী চোরচক্রের সাত সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে আন্তজেলা মোবাইল টাওয়ারের ব্যাটারী চোর চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে আটক হয়েছে। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ০২টি টিম গত ২৪শেও ২৫শে জানুয়ারীতে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ) মোঃ হারুন অর রশিদ @ মিঠু(৩৮), পিতা- হারেজ মৃধা, সাং-বারান্দী মোল্লাপাড়া আমতলা,২) মোঃ মেজবাহ উদ্দিন রাজু @ মিরাজ(৩২), পিতা-মোঃ খায়েরুজ্জামান(অবঃ আর্মি), সাং-ঝুমঝুমপুর (মসজিদ সংলগ্ন), এ/পি-বকচর র‌্যাব অফিসের দক্ষিনে জনৈক ডাঃ মাহাবুব আলম এর বাসার নিচ তলার ভাড়াটিয়া, ৩) মোঃ মোস্তাফিজুর রহমান @ রিমু(২৭), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং- ঝুমঝুমপুর দক্ষিণ পাড়া(মসজিদ সংলগ্ন), ৪) মোঃ রাকিবুল ইসলাম রাকিব @ চঞ্চল(৩৮), পিতা- আঃ রহিম মোল্যা, সাং-রাজারহাট সীতারামপুর(শুভ ড্রাইভারের বাড়ী সংলগ্ন), সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর, ৫) মোঃ আব্দুর রহিম মোল্যা(অব কারারক্ষি)(৫৯), পিতা-জামাল উদ্দিন মোল্যা, সাং-রাজারহাট সীতারামপুর(শুভ ড্রাইভারের বাড়ী সংলগ্ন), থানা-কোতয়ালী, জেলা-যশোর, এ/পি-জনৈক দীন মোহাম্মদ এর বাসার ভাড়াটিয়া, তুলসিডাঙ্গা, থানা-কোলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৬) মোঃ নিজাম উদ্দিন(৩৬), পিতাঃ মোঃ ইউছুফ আলী, সাং-রঘুনাথপুর মড়লপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৭) মোঃ খাইরুল ইসলাম(৩০), পিতা-মোঃ হিরু মোল্লা, সাং-এনায়েতপুর, জেলা-যশোর। এসময়ে তাদের কাছ থেকে বাঘারপাড়া গ্রামীন ফোন থেকে চুরি হওয়া ১.৫ ভোল্টের ব্যাটারী ১০০ টি, সার্কিট-৪৯টি, কুলিং ফ্যান-২২টি, চুরি কাজে ব্যবহৃত ডাবল ক্যাবিন পিকআপ-০১টি, তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

উল্লেখ্য গত ১২ই জানুয়ারী ২০২০ তারিখে রাত পনে তিনটার দিকে বল্লামুখ, ধলগ্রাম, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর টাওয়ার থেকে ৪০০((4pcÕs)+SHOTO-300AH (48 Pcs) ) ব্যাটারি চুরি করে। ওই দিনেই গ্রামীন ফোন কম্পানীর কর্মবর্তারা বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি যশোর পুলিশ সুপার যশোর গোয়েন্দা পুলিশকে তদান্তের ভার দেন। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের চিহিন্ত করেন। গোয়েন্দা (ডিবি) শাখার ২টি টিম গত ২৪শেও ২৫শে জানুয়ারীতে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

যশোর পুলিশ সুপারের মুখপাত্র তৌহিদুর রহমান সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *