ঝিকরগাছায় অপরাধ দমনে কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময়

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সমাজে অপরাধ দমন করতে কমিউনিটি পুলিশদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থানা চত্বরে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান।

পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর সদস্যদের আন্তরিকতায় সমাজের সকল অপকর্ম দূর করা সম্ভব। আমাদের দেশে জনসংখ্যার আনুপাতিক হারে পুলিশের সংখ্যা অনেক কম। তাই অনেকাংশে অপকর্ম পুলিশের চোখের আড়ালে থেকে যায়। সে ক্ষেত্রে কমিউনিটি পুলিশরা নিজ নিজ এলাকায় থেকে কাজ করার সুযোগ পায়। তাই তারা আন্তরিক থাকলে সমাজের অপরাধীদের চি‎িহ্নত করা খুবই সহজ। একারণেই প্রত্যেকটি সমাজে কমিউনিটি পুলিশের গুরুত্ব অপরসীম।

মত বিনিময় সভায় সভাপতিত্বে ছিলেন ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদান্ত (ওসি) কর্মকর্তা শেখ আবু হেনা মিলন,মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নাভারণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম বুলবুল ও সদস্য ইসমাইল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *