ঝিকরগাছায় মাদকসহ ২ ও গ্রেপ্তারি পরোয়ানার ১১ আসামি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা-গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ এজাহারভুক্ত ১১ জন আসামিকে আটক করেছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এসব আসামিদের আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

ঝিকরগাছা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঝিকরগাছা থানার চৌকস পুলিশ অফিসার এস.আই আমির হোসাইনের নেতৃত্বে জেলার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া মুন্সিপাড়া হাজিরালি টু বাঁকড়া কৃষি স্টোর দোকানের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদুর রহমান(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মাসুদুর রহমান কাউরিয়া মুন্সি পাড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।

অপার এক অভিযানে ঝিকরগাছা বাঁকড়া তদন্ত কেন্দ্রের চৌকস অফিসার এস.আই স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা বাঁকড়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে অভিযান চালিয়ে বাবু সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে ১৩৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। বাবু সরদার (১৯) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার আইজুল সরদারের ছেলে

এছাড়া ঝিকরগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করেন।

আসামিরা হলেন,১। শরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত মোবারেক সরদার, সাং-হাড়িয়াদেয়ারা, ২। আনোয়ারা (৪০), স্বামী-নূর বক্স, সাং-বল্লা, ৩। মোঃ নাজিম, পিতা-মোঃ রফিক, সাং-কৃষ্ণনগর,৪। বেল্লাল হোসেন, পিতা-হবিবর, সাং-গোয়ালহাটি,৫। মোঃ ছাদ্দাম @ জিল্লুর, পিতা-মৃত নুরুল ইসলাম সরদার, সাং-হরিদ্রোপোতা,৬। মাহাবুর রহমান তপন, পিতা-মৃত নুর ইসলাম, সাং-হরিদ্রোপোতা,৭। তবিবর রহমান কাকল, পিতা-মৃত নুর ইসলাম, সাং-হরিদ্রোপোতা,৮। মোঃ ইমরান হোসেন মোড়ল, পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-উজ্জলপুর,৯। মোঃ সবুজ হোসেন, পিতা-মোঃ তবিবর রহমান @ তবি, মাতা-সাজেদা খাতুন, সাং-সোনাকুড় (ময়রাপাড়া),১০। মোঃ মিলন হোসেন, পিতা-মৃত নুর মোহাম্মাদ বিশ্বাস, সাং-আজমপুর বিশ্বাসপাড়া,১১। আব্দুর রউফ (৪০), পিতা-আঃ লতিফ, সাং-মল্লিকপুর, সর্বথানা-ঝিকরগাছা, জেলা-যশোর।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, আদালতের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে। এছাড়া বাঁকড়া এলাকায় বিশেষ অভিযানে মাদকসহ দুই জনকে আটক করা হয়। মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়েও ওয়ারেন্টভুক্ত আসামিদের দুপুরে আদালত হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *