কে এই নিখিল?

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হওয়ার আগে নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন। অবশ্য নতুন দায়িত্ব পাওয়ার আগেই তিনি উত্তরের সভাপতির পদ ছেড়ে দেন।

মাইনুল হোসেন খান নিখিলের জন্মস্থান চাঁদপুরের মতলব থানার হরিনা গ্রামে। রাজনীতিতে নিখিলের অভিষেক ছাত্রলীগ দিয়ে। আর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ঢাকা মহানগর যুবলীগের মধ্য দিয়ে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন নিখিল। সর্বশেষ তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন।আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে একবার এক সাক্ষাৎকারে নিখিল জানান, ‘আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। চাঁদপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। আমাদের আত্মীয়-স্বজনদের সবাই আওয়ামী ঘরানার। সেই সুবাদে আমার শৈশব-কৈশোর কেটেছে আওয়ামী রাজনীতির ঘনিষ্ট পরিমণ্ডলে। বিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে আমার হাতেখড়ি। সপ্তম শ্রেণিতে পড়াশোনা চলাকালীন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *