আগামীকাল যশোরে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে ৫৩ লাখ নতুন বই

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: সারাদেশের মতো আগামীকাল পহেলা জানুয়ারীতে যশোরের আট উপজেলায় সরকারী ও বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীকে দেওয়া হবে সাড়ে ৪ লাখ নতুন বই । নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে ভাসবে শিক্ষার্থীরা। এদিন জেলার প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৫৩ লাখ বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বই বিতরণ সম্পর্কে জানতে চাইলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম জানান, এক মাস আগেই জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বই পৌঁছানো শুরু হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতারণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়া হয়েছে।
যশোর জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক জানান, এক সময় যশোর অঞ্চলে বইয়ের জন্য মাসের পরম মাস শিক্ষক, অভিভাবকদের অপেক্ষা করতে হতো। অনেক অভিভাবকের নতুন বই কেনার সামর্থ্য ছিল না। কিন্তু বর্তমান সরকার এখন সম্পূর্ণ বিনামূল্যে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *