অবৈধ মেলামেশার অভিযোগে ইমাম ও নারীকে রাতভর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: মসজিদের ইমামের সাথে অবৈধ মেলামেশার অভিযোগে এক নারীকে রাতভর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন করেছেন স্থানীয় প্রভাবশালীরা।

দুজনকে সারা রাত সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে দড়ি দিয়ে একসাথে বেঁধে রাখে তারা। বিষয়টি অমানবিক হওয়ায় সকালে স্থানীয় সচেতন ব্যক্তিরা তাদেরকে মুক্ত করে নিজেদের জিম্মায় নিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ জুলাই) দিবাগত রাত একটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর (ভাটোপাড়া) গ্রামে । আটক যুবক রফিকুল ইসলাম ওই গ্রামের মসজিদের ইমাম। নারী মসজিদের পাশের এক আনসার সদস্যের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, অবিবাহিত যুবক রকিবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে। সে ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার একাধিক মসজিদে ইমামতি করেছেন। এর আগে তিনি ফরিদপুর উপজেলার বিএলবাড়ি গ্রামের একটি মসজিদে থাকাকালীন সময়ে একই অভিযোগে চাকরি হারান। পরে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে এসে যোগদান করেন। এরপর তিনি মসজিদের পাশের এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। ওই গৃহবধূর স্বামী একজন আনসার সদস্য ও ঢাকায় চাকরি করেন। এমতাবস্থায় রাকিব রবিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করলে একজন প্রতিবেশী টের পায়। তখন ওই ব্যক্তি পাড়ার অন্যান্য মানুষকে ডেকে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাদের দুজনকে আটক করে সড়কের পাশের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। সকালে সেখানে গ্রামবাসীর জড়ো হলে অনেকেই ওই গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে রাখার প্রতিবাদ করেন। এতে তাদের দড়ির বাঁধন খুলে দিয়ে গৃহবধূকে এক বাড়িতে এবং ইমামকে মসজিদের ওজুখানায় আটকে রাখা হয়।

 

ভবানীপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মাজেদ বলেন, এলাকার মানুষ অবৈধ মেলামেশার সময় মসজিদের ইমাম ও এক গৃহবধূকে আটক করে গাছে বেঁধে রেখেছিল। পরে আমি সহ গ্রাম প্রধানরা ঘটনাস্থলে এসে তাদের বাঁধন ছেড়ে দিয়ে একটি বাড়িতে আটকে রাখি। পুলিশকে খবর দেয়া হয়েছে। এখন চেয়ারম্যান ও পুলিশ এসে আইনগত ব্যবস্থা নিবেন।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক সোমবার সকাল সাড়ে নয়টার সময় বলেন, ঘটনাটি আমি শুনেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আইনি ব্যবস্থার প্রক্রিয়া করব।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পরেই বলা যাবে প্রকৃত ঘটনা কি ঘটেছে। অন্যায় ভাবে নারী পুরুষকে রাতভর গাছে বেঁধে নির্যাতনের বিষয়টি তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে দায়িত্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো জানান কি অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। তাই কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করবে সেটা বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *