অবৈধভাবে সার মজুদ করায় ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে সার মজুদ করায় ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার খাজুরা ও ভাটার আমতলা বাজারে অভিযান চালানো হয়েছে ।

ভাটার আমতলা বাজারে অভিযানকালে বিএডিসি ডিলার শাহিদুল ইসলামের তিনটি গুদাম তল্লাশি করে অবৈধভাবে বিপুল পরিমাণে (৪৫০ বস্তা) ইউরিয়া সার মজুদ ও দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগের সত্যতা মেলে। পরে ডিলারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অবৈধভাবে মজুদকৃত ইউরিয়া সার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেন।

অভিযানে অংশ নেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ক্যাব, যশোরের সদস্য আব্দুর রকিব সরদার। এ সময়ে বিএডিসি ডিলার শাহিদুল ইসলাম সবার সামনে অনৈতিক মজুদের ব্যবসা আর করবেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *