নিজস্ব প্রতিবেদক: এক মন গাঁজাসহ যশোরের শার্শায় আয়না মতি(৪০) নামের এক মাদক কারবারী আটক হয়েছে।
রোববার (১লা এপ্রিল) রাতে শার্শা থানার পুলিশ লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাসহ তাকে আটক করেন। তবে এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে গেছেন।
সূত্রগুলো জানায়,রোববার রাত ৯টার দিকে জেলার শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুই নম্বর লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে খোরশেদ আলীর ছেলে মনসুর আলী(৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের সেফটি ট্যাংকের মধ্যে থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেন।
তার সূত্র ধরে পরে রাত সাড়ে দশটার দিকে এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল একই গ্রামের ডালিম মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আয়না মতি(৪০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তবে আয়নামতির সহযোগীরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় একটা মাদক মামলা দায়ের করেছেন এসআই সালাউদ্দিন। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।