বিনোদন ডেস্ক: চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন শাহরুখ খান। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। এরইমধ্যে টিজার ছাড়া হয়েছে। ছবির ফার্স্ট লুক ও টিজারে একেবারেই অন্য অবতারে হাজির হয়েছেন শাহরুখ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে। তাই ছবিটির জন্য আলাদাভাবে নিজেকে তৈরি করেছেন সদ্য ৫৭ বছরে পা দেওয়া ‘কিং’ খান। তাকে এমন রূপে দেখে স্বভাবতই ভক্তরাও খুশি। তাদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহলও।
কীভাবে শাহরুখের এমন রূপান্তর! টুইটারে এক ভক্ত শাহরুখকে প্রশ্নটা করেই ফেলেছেন। রসবোধের জন্য বলিউডে শাহরুখের আলাদা পরিচিতি আছে।
ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে তার প্রমাণ দিলেন আরও একবার। রূপের রহস্য ফাঁস করতে গিয়ে বলেছেন, ‘আমার মনে হয় চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে’!