স্টাফ রিপোর্টার: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিল্লাল হোসেন(২৯)ও আজিজুর রহমান(২৬) নামে দুই অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত, বিল্লাল হোসেন জেলার শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে ও আজিজুর রহমান শার্শা উপজেলার পাড়িয়ার ঘোপ গ্রামের তোজাম্মেল হকের ছেলে ।
শুক্রবার (৮ই ডিসেম্বর) বিকাল চারটার দিকে শার্শা উপজেলার নৈহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা টিম।
এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে Mobcash, 1xbet ইলেক্ট্রনিক ডিভাইস ও উদ্ধার করেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত এই দুই যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলতো। শুক্রবার দুপুরে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের আদালত হস্তান্তর অকরা হবে।