পাকিস্তানের মিসাইল হামলায় ভারতের এস-৪০০ ধ্বংস

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান

শনিবার (১০ মে) অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা।

এইদিন সকালে থেকে হামলা শুরু হওয়ার পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের।

জানা গেছে, রাশিয়া থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ভার । এর দাম প্রায় দেড় বিলিয়ন ডলার। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

 

এর আগে পাকিস্তান জানিয়েছে, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে দুইটি বিমান ঘাঁটিও ধংস করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *