ঘুষের টাকাসহ কাস্টম কর্মকর্তা ধরা, বিশেষ ব্যবস্থায় মুক্তি !

নিউজটি শেয়ার লাইক দিন

ঘুষের টাকাসহ কাস্টম কর্মকর্তা ধরা, বিশেষ ব্যবস্থায় মুক্তি !

নিজস্ব প্রতিবেদক: সোমবার বিকালে ঘুষের তিন লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপের রেভিনিউ কর্মকর্তা (আরএমও) শারমিন ও তার ব্যক্তিগত সহকারি (ট্যান্ডেল) হাসিবুল আটক করেন 

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র যশোরের কর্মকর্তারা। কিন্তু আটকের তিন ঘন্টা পর বিশেষ ব্যবস্থায় রেভিনিউ কর্মকর্তা শারমিনকে মুক্তি দেন এবং তার সহকারীকে নিয়ে যান দুদকের কর্মকর্তারা। ঘটনার পরপরই কাস্টমসের ভিতরে থাকা ব্যবসায়ীরা শারমিনকে ছেড়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময়ে বিপুলসংখ্যক সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। দুর্নীতিবাজ শারমিনকে ছাড়ার কোন সদুত্তোর না দিয়ে একপ্রকার দুদকের গাড়িতে করে কর্মকর্তারা কাস্টম থেকে শটকে পড়েন। বিষয়টি নিয়ে বেনাপোলে চাঞ্চল্যকর তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বিকালে ঘুষের টাকা সহ ৬ নম্বর গ্রুপের রেভিনিউ কর্মকর্তা শারমিন ও তার ব্যক্তিগত সহযোগী হাসিবকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের যশোরের কর্মকর্তারা। এরপর কাস্টমস কর্মকর্তাদের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের তিন ঘন্টা রুদ্ধ দ্বার বৈঠক হয়। বৈঠকের পর দুদকের কর্মকর্তারা রিভিনিউ কর্মকর্তা শারমিন কে মুক্তি দেয় এবং তার ব্যক্তিগত সহযোগী হাসিবুলকে গাড়িতে নিয়ে পালিয়ে যায়। এ সময়ে সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীরা দুদকের গাড়িটি ঘিরে ধরে শারমিনকে মুক্তি দেওয়ার কারণ জানতে চান। তারা দুদকের কর্মকর্তারা কোন ধরনের সদুত্তোর না দিয়ে সেখান থেকে গাড়িতেও করে দ্রুত শটকে পড়েন। এর ফলে বেনাপোলের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদকে)’র উপ-পরিচালক সালাউদ্দিনের মুঠোফোনে দফায় দফায় সংযোগ দিলেও তিনি তার ফোনটা রিসিভ করেননি। পরে তার ফোনে লিখিত বার্তা পাঠালেও তার পক্ষ থেকে কোন সদুত্তোর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *