সাংবাদিক হত্যার কালিমা মুছতে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদির একটি আদালত। এ সময় আদালত তিনজনকে ২৪ বছর করে কারাদণ্ড দেয়। সোমবার সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের এ সাজার কথা জানিয়েছেন সৌদির পাবলিক প্রসিকিউটর। এ হত্যা মামলায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত।
এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেছেন, বিচারের ক্ষেত্রে সৌদি আরব অন্য কোনো দেশের কথা শোনে না। নিজস্ব আইনে বিচার হয়। অন্য অনেক দেশ মনে করছে, বিচার প্রক্রিয়ায় সৌদি নেতৃত্বের হস্তক্ষেপ রয়েছে। এটি সঠিক নয়। আল জুবায়ের বলেন, বিচারে প্রমাণ হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান কাশোগিকে হত্যার নির্দেশ দেননি। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি। ঘটনার পর থেকে তুরস্ক দাবি করছিল, সৌদি কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। প্রথমদিকে অস্বীকার করে নানা রকম কথা বললেও অবশেষে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *