সরকারি নির্দেশনা অমান্য করে বাস চালানোয় ৬ বাস আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৃতীয় ধাপের লকডাউন চলমান রয়েছে। এই লকডাউনে সব ধরনের দূরপাল্লার যানবাহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু নির্দেশনা অমান্য করে মঙ্গলবার রাতে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ৬টি বাস ঢাকায় যাত্রা করেন। কিন্তু বাসগুলো ঢাকা পৌঁছানোর আগেই মঙ্গলবার রাত দশটার দিকে যশোর ও মনিরামপুরে এসে পৌঁছালে বাস গুলোকে যশোর পুলিশ আটক করেন।  এসময় পুলিশ বাসে থাকা যাত্রীদের নিজ উদ্যোগে উদ্যোগে যাত্রীদের গন্তব্যস্থলে ফেরত পাঠিয়েছে। আটক বাস গুলো হলো, ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস। আটক বাস গুলোতে মোট ১৪৬ জন যাত্রী ছিল।

 

যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনসপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে সাতক্ষীরা থেকে বাস গুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। বিষয়টি জানার পরে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস গুলোকে আটক করার নির্দেশ দেন এবং বাসে যাত্রীদেরক নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ও নির্দেশনা দেন। এর ফলে বাসগুলো কে আটক করা হয় এবং বাসে থাকা যাত্রীদেরকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন জরুরী সেবার গাড়িগুলোতে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *