শার্শায় ৪কোটি টাকা মূল্যের ৩৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার গোগা রুদ্রপুর এলাকায় প্রায় চার কোটি টাকা মূল্যের ৩৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।

বুধবার (২২শে ফেব্রুয়ারী ২০২৩)  দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে স্বর্ণের বারসহ তাদের আটক করেন। এ সময়ে বিজিবি সদস্যরা স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন। জব্দকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৮৯ গ্রাম।

স্বর্ণ সহ আটকৃতরা হলেন, শার্শা, গোগা গ্রামের আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩২) ও এলাকার মৃত নূর বক্সের বিশ্বাসের ছেলে আতিয়ার (৪৫)।

খুলনায় ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি প্রাইভেটকারে করে দুইজন পাচারকারী বিপুল পরিমাণের স্বর্ণ নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। তার সামনে দিয়ে আরেকটি মোটরসাইকেল এসকর্ট করে প্রাইভেটকার টিকে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে।সাথে সাথে ফোর্স নিয়ে গোগা রুদ্রপুর বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার টি হেফাজতে নেওয়া হয়। পরে প্রাইভেটকারের ভিতরে তল্লাশি করে প্রাইভেটকারের গ্লোভস কম্পার্টমেন্টের ভিতর এসি ফিল্টারের বক্সে কসটেপ দিয়ে অভিনব কায়দায় মুড়ানো অবস্থায় লুকায়িত ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় চার কোটি টাকা।পরে দুই পাচারকারীর বিরুদ্ধে শার্শা থানায় স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *