লকহিড হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ২টি লকহিড মার্টিন কর্পোরেশনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার পেন্টাগন এ তথ্য জানিয়ে বলেছে, গত মঙ্গলবার নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। খবর রয়টার্স

খবরে বলা হয়, প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীন ইতোমধ্যে সফলভাবে নিজেদের হাইপারসনিক অস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে।

ক্রমবর্ধমান উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।
লকহিডের বার্তায় বলা হয়, দ্বিতীয় পরীক্ষায় দেখা গেছে এয়ার-লঞ্চড র‌্যাপিড রেসপন্স ওয়েপন (এআরআরডব্লিউ) হাইপারসনিক গতিতে লক্ষ্যস্থলে পৌঁছানোর সক্ষমতা রাখে। এগুলোর আরও পরীক্ষা চালানো হবে। মার্কিন বিমান বাহিনীর আর্মামেন্ট ডিরেকটরেটের প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হিথ কলিন্স বলেন, আমরা বুস্টার টেস্ট সিরিজ সম্পন্ন করেছি।

এ বছরেই ওয়ারহেড সংযোজন করে পূর্ণাঙ্গ পরীক্ষা চালানো হবে।
প্রসঙ্গত, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে, বিশ্বে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতি গুরুত্ব বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *