রাজপথে পদ্মা সেতুর গান গাইলেন বেনাপোলবাসি

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল সংবাদদাতা: পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর পর পূর্ণাঙ্গভাবে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার পর নিজের অর্থায়নে শেখ হাসিনার সরকার যে  কৃতিত্ব দেখিয়েছেন তাতে করে বাংলাদেশের আপামর জনতা উল্লাসে ভাসছেন। বেনাপোল বাসীর মাঝেও উল্লাস উদ্দীপনার কম নেই। পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় আজ দুপুরে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বেনাপোলে বিশাল আনন্দমিছিল বের করা হয় । এ সময় দলের নেতৃবৃন্দরা রাজপথে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ধরনের গান গান।
সংগঠনের সভাপতি জুলফিকার আলী মন্টুর নেতৃত্বে ছোটআঁচড়া মোড়ে আওয়ামীলীগ অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে।
এরপর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।
সমাবেশে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, যুবলীগনেত্রী সালমা খাতুন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন রিমন প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *