রংপুরে জেলা প্রশাসক নির্দেশ অমান্য করে চালানো হচ্ছে ইটের ভাটা

নিউজটি শেয়ার লাইক দিন
এস এম রাফাত,রংপুররংপুরের পীরগঞ্জে গুর্জিপাড়ার কাঞ্চনপুরে অবস্থিত লাইসেন্স বিহীন ইট প্রস্তুত করায় শুভ ব্রিকস্ এর বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি ২০২০ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ইউএনও টিএমএ মমিন কোন ব্যবস্থা গ্রহণ না করে রহস্যজনক ভুমিকা পালন করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
১৩ মার্চ সরেজমিন দেখা যায়, মহোৎসবে চলছে ইট পোড়ানোর কাজ। একাধিক মহলের সাথে কথা বলে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন পীরগঞ্জেরর বেশ কটি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও রহস্যজনক কারণে শুভ ব্রিকস্ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করেছে। ভুক্তভোগি বেশ কটি ইট ভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে জানায়,ইউএনও টিএমএ মমিন মোটা অংকের অর্থ বাণিজ্য করে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেছে। এ বিষয়ে ইউএনও কোন মন্তব্য করতে রাজি হননি।
।।।।।।। রংপুর।।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *