যশোরের বহুল আলোচিত মনিরসহ ৩ জনের বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : নারীকে মাদক ব্যবসায়ী, এসিড বিক্রেতা ও এসিড নিক্ষেপকারী আখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় যশোরে বহুল আলোচিত ভূয়া এসআই পরিচয়ে দিয়ে বহু বিবাহ, ভূয়া বিবাহ কারী ও অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই মনির সহ তার আরও দুইজন সহযোগীর বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে।

গতকাল বুধবার যশোর সদর উপজেলার ঘুনি শাখারিপাড়ার আবু জাফরের মেয়ে আসমা আক্তার
মামলাটি করেছেন।

অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা তথ্য অফিসারকে আদেশ দিয়েছেন।

ভুক্তভোগী নারী মামলায় উল্লেখ করেন, স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবি করায় প্রতারক মনির নিজে চক্রের লোকজন দিয়ে ঢাকা মেইল নামে একটি পত্রিকায় কুরুচিপূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। এটা তার মান সম্মানের হানি ঘটেছে। এ লক্ষ্যে তিনি তার প্রতারক স্বামী মনিরসহ ওই পত্রিকাটির প্রকাশক-সম্পাদক-প্রতিনিধিসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন।

আসামিরা হলেন, ডেইলি ঢাকা মেইলের সম্পাদক হোসনেয়ারা নাসরিন ও প্রকাশক দোলন, প্রতিনিধি যশোরের অভয়নগর কামাল হোসেন ও ঘুনি গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে মনিরুল ইসলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *