মুজিব বর্ষ উপলক্ষে যশোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে মুজিব বর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, ১০০টি কম্বল ও ১০০ টি সেবা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় যশোর মুজিব সড়কে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস কার্যালয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান প্রতিবন্ধীদের হাতে এসব হুইল চেয়ার ও কম্বল তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, যশোর রেলগেট সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার মনিরুজ্জামান, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আযম, যশোর জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল খালেক, রাইট যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালটেন্ট ডাক্তার বাপ্পি সুব্রত কবিশেখর, যশোর জেলা ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার পারমিতার রায় সহ জেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মরত সকল কর্মকর্তা।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমরা যশোরের প্রতিবন্ধীদের মাঝে দশটি হুইলচেয়ার একশটি কম্বল ও একশটি টি সেবা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আরো বেশি সংখ্যক প্রতিবন্ধীদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *