অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর ভৈরব নদে ডুবে যাওয়া মামুন মল্লিকের (১৮) একদিন পর মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
মামুন মল্লিক অভয়নগর সিদ্দিপাশা গ্রামের মোজাফফর মল্লিকের ছেলে।
রবিবার (০৫ জুন) দুপুরে আফিল মিল গেট সংলগ্ন ভৈরব নদে গোসল করতে সে ডুবে নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য থানা পুলিশ, নৌ পুলিশ ও ডুবরী দল সারাদিন ধরে ব্যাপক তৎপরতা চালিয়েছে। সন্ধ্যায় তারা উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।
সোমবার (০৬) জুন সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো শুরু হয় এবং আনুমানিক সকাল ১০ টায় সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার নামক স্থানের ভৈরব নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীও পুলিশের সদস্যরা।
জানা গেছে, মামুন প্রতিদিনের মত রবিবারও তার বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে যায়। তারা তিন বন্ধু মিলে আফিল মিল এলাকায় নৌকার উপর থেকে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে কূলে আসছিলো। দুই বন্ধু কুলে এসে মামুনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ, থানা পুলিশ, স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম বলেন, মামুন নৌকার উপর থেকে মাঝ নদীতে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে কুলে আসছিলা। এ সময় তার দুই বন্ধু কুলে উঠে। আর মামুন নিখোঁজ হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হোসাইন বলেন, গতকাল দিনভর ও রাতের কিছু সময় ধরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশরা তাকে উদ্ধারের তৎপরতা চালায়। কিন্তু তাকে না পেয়ে একসময় উদ্ধার কাজ বন্ধ করা হয়। সকালে স্থানের মাধ্যমে খবর পায় ভৈরব নদের সোনাতলা বাজার নামক স্থানে তার মৃতদেহ ভেসে উঠেছে। এ সময়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষয়ে তার সহযোগীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারপরও অধিকতর তদন্তের জন্য আমরা মৃত্যু দেহাটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালের রিপোর্ট আসার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানান।