ভারতে মুসলিম ধরতে নয়া ‘কৌশল’পুলিশের

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশে রাস্তায় নামা পুলিশ মুসলিম বিক্ষোভকারীদের ধরতে নয়া ‘কৌশল’ অবলম্বন করছে। গত দুইদিন ধরে তারা এ বিষয়ে গোপনে কাজ করছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজের পর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এ সময় আগ্রার পার্শ্ববর্তী ফিরোজাবাদে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ দাবি করে। আর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

ওই ঘটনায় জড়িত বিক্ষোভকারীদের আটক করতে এবার ‘কৌশল’ নিয়ে মাঠে নেমেছে পুলিশ। পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় বিক্রেতা সেজে তাদের কাজ হাসিল করছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক কর্মকর্তা। সুনিল কুমার নামে এক সাব-ইন্সপেক্টর বলেন, বিক্ষোভে জড়িতদের আটকে তিনি নিজেও কলা বিক্রেতা হয়ে আগ্রায় অবস্থান করেছেন। যদিও সেদিনের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

এছাড়া ঘটনার পর গুলিতে বেশ কয়েকজন নিহত হলেও পুলিশ গুলি করেনি বলে প্রাথমিক দাবি করে। তবে সামাজিক মাধ্যমে গুলির বিভিন্ন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে অবশেষে মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি স্বীকার করে রাজ্যপুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *