ভাইরাস: ফ্রান্সে ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের প্রাণহানী

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৭ লাখ ২১ হাজার ৪১২ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩৩ হাজার ৯৫৬ জনের। এছাড়া ১ লাখ ৫১ হাজার ০০৪ মানুষ এ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

এদিকে, এ ভাইরাসে ইতালি ও স্পেনের পর ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও লাশের সারি দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ২৯২ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৬০৬ জনের।
রবিবার এই তথ্য দিয়েছেন দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন।

দেশটিতে বর্তমানে প্রায় ১৯ হাজার করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *