বেনাপোল কাস্টমসে সিপাহী পদে নিয়োগ পেতে লম্বা লাইন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল কাস্টমসে সিপাহী পদে নিয়োগ পেতে লম্বা লাইন পড়েছে। তিন বছর আগে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ৯৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করে। এ বিজ্ঞপ্তী প্রকাশের পর ১৩ টি শুন্য পদে ৯৪ জন পদের বিপরীতে ৬৪ হাজার প্রার্থী আবেদন করেন। ৫৬ টি সিপাহী পদের বিপরীতে আবেদন পড়ে ৩২ হাজারের কিছু বেশি। অধিকাংশ পদের লিখিত পরীক্ষা ২৯ই নভেম্বর হলেও আজ ২২ই নভেম্বর সিপাহী পদে যাচাই বাচাই চলছে বেনাপোল কাস্টমস হাউসে।

 বিশ্বস্ত সুত্রে জানা যায়, পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানায়, দুর -দুরান্ত থেকে এসে অনেকে পড়েছে বিপাকে। কেউ আত্মীয় স্বজন এর বাড়িতে,কেউ হোটেলে,অনেক হোটেলে আবার সিট নাই,টাকার অভাবে অনেকেই পড়ে বিপাকে, বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে থাকার জন্য ব্যবস্থা করে স্থানীয়দের সহয়তায়।
২২নভেম্বর শুক্রবার বেনাপোলে কাস্টমস হাউজে প্রথম ধাপে শুরু হয়েছে ৫৬ জন সিপাই পদের নিয়োগের শারীরীক পরীক্ষা। এই পদে আবেদন পড়েছে ৩১ হাজার। সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়, পরীক্ষা শেষে আগামি ২৯ ডিসেম্বর  লিখিত পরীক্ষা হবে ।
কাস্টম সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টম হাউজে জনবল সংকট নিরসনে ২০১৬ সালের ২ অক্টোবর ১৩ বিভাগে ৯৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপত্র জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছিল সে বছরের ১৫ নভেম্বর।
পদের মধ্যে ছিল কম্পিউটার অপারেটর চারজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুইজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন, টেলিফোন অপারেটর একজন, ফটোকপি অপারেটর দুইজন, ইলেক্ট্রিশিয়ান একজন, গাড়িচালক ১০ জন, সিপাহী ৫৬ জন, উচ্চমান সহকারী ছয়জন, ক্যাশিয়ার একজন, অফিস সহায়ক তিনজন ও নিরাপত্তা প্রহরী একজন নিয়োগের কথা বলা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি বিভাগে কম্পিউটার অপারেটর পদে এক হাজার ৩৭৮টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৯১, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ৮০৭, অফিস সহকারী কাম কম্পিউটার ৫ হাজার ৩৩২, টেলিফোন অপারেটর ৪৮, ফটোকপি অপারেটর ২১০, ইলেক্ট্রিশিয়ান ৭৬, গাড়িচালক ৯০৭, সিপাই ৩১ হাজার, উচ্চমান সহকারী ১৮ হাজার ৬১০, ক্যাশিয়ার ৪১৯, অফিস সহায়ক ২ হাজার ৩৯ এবং নিরাপত্তা প্রহরী পদে ১৪১টি আবেদন জমা পড়ে। আজ কাষটমস সিপাই পদে নিয়োগ পরীক্ষায় কতো জন অংশ গ্রহণ করে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *