বেনাপোলে পাঁচটি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাগাছড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ আবুল কালাম (৬৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সদস্য।

সে শার্শা উপজেলার বাগ আঁচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায় সৈয়দ মিনহাজ সিদ্দিকী ।

শুক্রবার (২৭শে জানুয়ারি ২০২৩)  দিবাগত রাত ১১টার দিকে বিজিবির নায়ক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল বাগাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার কোমরে বাঁধা অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৩ গ্রাম। স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৫৮ লক্ষ ৩০ হাজার টাকা

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায় সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী একটি বাইসাইকেল যোগ স্বর্ণ নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে বিষয়টি বিজিবির নায়েক নজরুল ইসলামকে বিজিবির একটি টহল দলকে নিয়ে বাগাছড়া সীমান্ত পাঠালে ওই পাচারকারী কে আটক করেন। পরে তার কোমরের তল্লাশি করে কষ্ট টেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেন। আটক আবুল কালাম আজাদের বিরুদ্ধে স্বর্ণ প্রচারের মামলা দিয়ে তাকে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *