বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানের ১০টি স্বর্ণের বারসহ মারুফ বিল্লাহ (২০) নামে এক পাচারকারী আটক হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত (৮ই ডিসেম্বর ২০২২) সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লকুনাথপুর নামক স্থানে দর্শণাগামী একটি মোটরসাইকেল আরোহীকে আটক করে এসব স্বর্ণের বার জব্দ করেন।

সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাছিয়া ঈদগাহাপাড়া আরিফ বিল্লার ছেলে।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে  রিজওয়ান কমান্ডারের নির্দেশে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে দর্শনা চুয়াডাঙ্গা সড়কে অভিযান চালানো হয়। এ সময়ে পাচারকারী বিজিবি উপস্থিত বুঝতে পেরে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে চুয়াডাঙ্গা-দশনা সড়কের লোকনাথপুর নামক স্থানে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক কেজি ১৭০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে চুয়াডাঙ্গার দামোদর হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *