বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যশোরে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে যশোরে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বুধবার দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক এক বক্তব্য উদ্ধৃত করে বাদী বলেছেন, আসামির এমন আক্রমণাত্মক মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচার মাধ্যমে প্রকাশও হয়েছে।

এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি ঘটেছে।

মামলার বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দল ও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। যে কারণে তিনি ন্যায় বিচার প্রত্যাশায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, আদালত তাদের অভিযোগটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।

আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *