বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সারা বিশ্বের সাথে একত্রে পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩।

এ উপলক্ষে বেনাপোল কাস্টম হাউজে দিন ব্যাপী নেয়া হয়েছে নানা কর্মসূচি। এ দিনে বিশ্বের ১৮৩টি দেশের সাথে ’দি ওয়াল্ড কাষ্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাষ্টমস দিবসটি পালন করে থাকেন।

বৃহস্পতিবার (২৬ই জানুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১১ টার সময় কাষ্টমস অডিটোরিয়ামে দিবসটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ন কবীর, মাননীয় প্রেসিডেন্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনাল, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবদুল হাকিম কমিশনার,কাস্টমস হাউজ বেনাপোল। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান,সাধারন সম্পাদক এমদাদুল হক লতা

সেমিনারে সভাপতিত্ব করেন, মোয়াজ্জেম হোসেন কমিশনার,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *