বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে গিয়ে ইলিয়াসের পা’ হারানোর গল্প

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু: আজ থেকে ৫২ বছর আগে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে মুক্তির জন্য যে ভাষণ দিয়েছিলো, সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে যশোরের হাজার হাজার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। যশোরের মা ও মাটিকে ত্যাগ করে চলে যায় ভারতে।

সেখানে ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রেনিং শেষ করে ছোট ছোট দল নিয়ে যুদ্ধ করতে দেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। পাকিস্তানী দোসর হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশ নেয় সেসব হাজার হাজার যোদ্ধা। তার আগেই এসব রণাঙ্গনের যোদ্ধাদের পরিবারের বাড়ি ঘর ও জ্বালিয়ে দেয় পাকিস্তান হানাদার বাহিনী। এসব দেখে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা যোদ্ধারা আরও উজ্জীবিত হয়ে ওঠে। এসব যোদ্ধাদের মধ্যে যশোরের ঝিকরগাছার কীর্তিপুর মুক্তিযোদ্ধা আনিসুল কাদির ইলিয়াস, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার শাহাজান হোসেন, যশোরের বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মনি উল্লেখযোগ্য।

এই বীর সেনার সাথে কথা বললে তিনি তার যুদ্ধে যাওয়ার গল্প ও রণাঙ্গনের মাঠে পায়ে গুলিবিদ্ধ হওয়ার গল্প তুলে ধরে বলেন, তখন দশম শ্রেণীর ছাত্র ছিলাম। এরই মধ্যে চারিদিক থেকে খবর আসে পাকিস্তানী হানাদার বাহিনী এলাকার লোকজনকে ধরে নিয়ে হত্যা করছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শোনার পর চার বন্ধু পরিকল্পনা করি দেশের হয়ে যুদ্ধ করবো। যেই সিদ্ধান্ত, সেই কাজ শুরু। তিনি তিন বন্ধু জাবেদ আলী, লেফটেন কর্নেল মহাব্বত আলী ও আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে চলে যান ভারতের ৫ নম্বর টালিখোলাতে যুদ্ধের জন্য ট্রেনিং নিতে। সেখানে লেফটেন্যান্ট কর্নেল মতিয়ার রহমানের অধীনে চারদিন যুদ্ধের প্রশিক্ষণ নেয়। এরপর সেখানে আসেন মেজার হাফিজুর রহমান। অধিকতার ট্রেনিং এর জন্য তিনি কাঠালবাগানে নিয়ে যান। সেখানে কিছুদিন ট্রেনিং করানোর পর আমাদেরকে সিলেট জেলার ভারতীয় সীমান্তের সিলিংয়ে নিয়ে যান। সেখানে একদিকে আমাদের ট্রেনিং চলে, অন্যদিকে আমাদের যুদ্ধের মাঠে যুদ্ধ করানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে মেজর হাফিজ উদ্দিন আমাদেরকে নেতৃত্বে দেন। তারপর সেখানে আসেন অ্যাডজুডেন্ট ওয়াকার। তিনি চার নম্বর সেক্টরে আমাদেরকে সংযুক্ত করে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করান। এরপর মেজার জিয়াউর রহমান সিলেটের প্রথম বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল ও এইট বেঙ্গলকে একসাথে যুক্ত করেন। তার নেতৃত্বে আমরা বেশ কিছুদিন যুদ্ধ করি। এরপর সিলেটের মেজার জেনারেল ওসমানী নেতৃত্বে আমরা যুদ্ধ করি। সিলেটে যুদ্ধকালীন সময়ে পাকিস্তানী আমাদের বাহিনীর ট্যাংকে আক্রমণ করার জন্য মাঠের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি উঁচু ঢিবির উপরে উঠে আমি পাকিস্তানী ট্যাংকের চেন নষ্ট করার জন্য গুলি করার নিশানা করি। আর সেই মুহূর্তে পাকিস্তানী হানাদার বাহিনীর একটি গুলি আমার পায়ে এসে লাগে। সাথে সাথে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার সাথে থাকা মোহাম্মদ আলী নামে এক সৈনিক আমাকে প্রথম চিকিৎসা দিয়ে সিলিং এর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কিছুদিন চিকিৎসার পরে আমাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের গোহাটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের ডাক্তার মোদাচ্ছের ও ডাক্তার কোরবানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন করেন। ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রা গান্ধীও বাংলাদেশের যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের দেখার জন্য হাসপাতালে যান। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার যেন কোন ধরনের ত্রুটি না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দেন। সেখানে আমি কিছুটা সুস্থ হওয়ার পর আমাকে কলকাতার বারাকপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুই মাস চিকিৎসা গ্রহণ করি। এরপর আমি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তখন তারা আমাকে ঢাকাতে ফিরে যাওয়ার জন্য বলেন। আমি তখন বলি ঢাকাতে যাব তার আগে  বাড়িতে গিয়ে মা-বাবার সঙ্গে একটু দেখা করবো। তাই আমরা কয় বন্ধু মিলে কলকাতা থেকে বাই রোডে বেনাপোল সীমান্ত দিয়ে যশোর পৌঁছায়। এরপর বাড়িতে গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করি। এরপর ঢাকার সিএমএসে যায়। সেখানে আমাদেরকে বলা হয় সেনাবাহিনীতে যোগ দিতে। কিন্তু আমি বলি আমরা তো এখনো ছাত্র। আমরা তো শুধু দেশ রক্ষার জন্যই যুদ্ধে নেমেছিলাম। তখন সেখান থেকে ছাড়পত্রে স্বাক্ষর করে আমাদেরকে বলা হয়, বাড়িতে ফিরে যেতে। সেখান থেকে বলা হয় যুদ্ধে যাওয়ার যাবতীয় কাগজপত্র মুক্তিযোদ্ধার কল্যাণ ট্রাস্টে পাঠিয়ে দেয়া হবে। এরপরে আমি ঢাকা থেকে বাড়িতে ফিরে আসি। তিনি আরো বলেন স্বাধীনতার সুদীর্ঘ ৫২ বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা প্রদান করেছেন, দেশ স্বাধীন হওয়ার পর অনেক সরকার ক্ষমতা এসেছে কিন্তু মুক্তিযুদ্ধের জীবন মানে কথা কখনো কোন সরকার ভাবেনি। মুক্তিযোদ্ধাদের নানা সুযোগ সুবিধা প্রদানের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

রণাঙ্গনে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের কথোপকথনের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

ঝিকরগাছা উপজেলার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজান বলেন, আমাদের গ্রামে দুই খানসোনাকে এলাকাবাসীরা পিটিয়ে মেরে ফেলার পর পাকিস্তানী হানাদার বাহিনী রাতের আধারে এসো বাঙ্গালীদের হত্যা- নির্যাতন শুরু করে। এই ভয়ে আমিও আমার চাচা আব্দুল খালেক ভারতে চলে যায়। সেখানে আমরা যুদ্ধের জন্য ট্রেনিং করি। এরপর দেশে ফিরে এসে শার্শা এলাকাতেই যুদ্ধ করি। শার্শার বিভিন্ন স্থানে গেরিল হামলা করে শত শত পাকিস্তানী হানাদার সৈন্য কে হত্যা করি। ওই সময়ে এলাকা থেকে হাজার হাজার মানুষ পালিয়ে ভারতে চলে যায়। তাদের মধ্যে ঝিকরগাছার কীর্তিপুর এলাকার আনিসুল কাদির ইলিয়াস। এলাকায় প্রচন্ড সাহসী ছিলেন। সেখানে ট্রেনিং নিয়ে সিলেটের এলাকায় যুদ্ধ করেন। যুদ্ধ করা সময়ে তার একটি পায়ে গুলিবিদ্ধ হয়। পরে ভারতে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পরে বাংলাদেশে ফিরে আসেন বলে তিনি জানান।

উল্লেখ্য ১৯৭১ সালের ৩ মার্চ অসহযোগ আন্দোলন শুরু হয়। ওই সময়ে যশোরের কালেক্টরেটের সামনে এ দিনই উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। পাকিস্তানি হানাদারমুক্ত করার শপথ নেন যশোরবাসী। শহিদ সড়কে তৎকালীন কেশবলাল রোড বের হয় মিছিল। পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালায় মিছিলে। শহিদ হন চারুবালা ধর।

মুক্তিকামী জনতা তার মরদেহ নিয়ে মিছিল করেন। সংগ্রাম পরিষদের নেতৃত্বে গঠিত হয় সশস্ত্র মুক্তিকামী দল। সেসময় ভোলা ট্যাংক রোডে ইপিআর ক্যাম্পে প্রশিক্ষণ চলে ছাত্র-জনতার। শহরে প্রতিদিনই মিছিল বের হয়।

২৬ মার্চ রাতে পাকিস্তানি সেনারা আকস্মিক হামলা চালায় যশোর শহরে। তৎকালীন জাতীয় সংসদ সদস্য মশিয়ুর রহমানকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে সেনানিবাসে নিয়ে হত্যা করে। তার মরদেহের সন্ধান মেলেনি।

ছাত্র-জনতার সমন্বয়ে সশস্ত্র যুদ্ধের জন্য গঠিত ওই স্বেচ্ছাসেবক বাহিনী। ২৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যশোর শহর ছেড়ে সেনানিবাসে চলে যায়। শহরের পুরো নিয়ন্ত্রণ আসে সংগ্রাম পরিষদের হাতে।

৩১ মার্চ নড়াইল থেকে যশোর পর্যন্ত ১৫ হাজার মুক্তিকামী জনতার সশস্ত্র মিছিল বের হয়। মিছিলকারীরা হামলা করেন যশোর কেন্দ্রীয় কারাগারে। সব রাজবন্দিকে মুক্ত করা হয়।

৩০ মার্চ যশোর সেনানিবাসের বিদ্রোহ করেন বাঙালি সেনারা। নেতৃত্ব দেন ক্যাপ্টেন হাফিজ উদ্দীন। পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে ৪ এপ্রিল শহিদ হন লে. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

৪ এপ্রিল হানাদার বাহিনী ট্যাংক, সাঁজোয়া যান, কামান নিয়ে হামলা চালায় যশোর শহরে। তাদের হামলার মুখে মুক্তিসেনারা পিছু হটেন।

ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তি বাহিনী বেনাপোল সীমান্ত দিয়ে জুলাইয়ে প্রবেশ করে যশোর শহরে। হানাদার বাহিনীর সদস্যদের যাতায়াত সীমিত করে তাদের ঘাঁটির মধ্যেই অবস্থান করেন।১৯৭১ সালের ৬ ডিসেম্বরকে আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছিলেন যশোরবাসী। যশোর শহরকে পাকিস্তানি হানাদারমুক্ত করা হয়েছিল এ দিন ভোরে। দেশের প্রথম পাকিস্তানি হানাদারমুক্ত জেলা শহর হওয়ার গৌরব অর্জন করে যশোর।

যশোরবাসীর কাছে ৬ ডিসেম্বর অহংকার, আত্মত্যাগ আর সংগ্রামের দিন।  প্রতি বছর এ দিনটিকে ‘যশোরমুক্ত দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ দিন যশোরবাসী দেশের অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *