পামওয়েল বর্জন করলেও কাশ্মীর ইস্যুতে ভারতকে ছাড় নয়- মাহাথির

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, কাশ্মীরের মজলুম জনগণের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত থাকবে। মালয়েশিয়ার পাম ওয়েল বর্জনের ভারতীয় পদক্ষেপ কুয়ালালামপুরকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলে তিনি জানান। মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেছেন, ভারত সরকার কাশ্মীরের জনগণের সঙ্গে অন্যায় আচরণ করছে।
মাহাথির মুহাম্মদ বলেন, আমরা ভারতীয় ক্রেতাদের কাছে প্রচুর পাম অয়েল বিক্রি করি। আমরা তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে আমরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যদি আমরা অর্থের কারণে একটি অন্যায়কে প্রশ্রয় দিই, তবে আরও অনেকেই অনেক অন্যায় করবে।

মাহাথির মুহাম্মাদ সতর্ক করে দিয়ে বলেন, মালয়েশিয়ার পাম ওয়েলের ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাতিসংঘে দেওয়া ভাষণে কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপর ভারত সরকার ওই ভাষণের প্রতিবাদ জানিয়ে মালয়েশিয়ার পাম ওয়েল কেনা বন্ধের হুমকি দেয়। সম্প্রতি এই হুমকি বাস্তবায়ন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *