পুলিশ ফাঁড়িতে তরুণী ধর্ষণ, কনস্টেবলসহ ৪ জন কারাগারে

নিউজটি শেয়ার লাইক দিন

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর পুলিশ ফাঁড়ির মধ্যে এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের ভিকটিমের মা হাজেরা বেগম শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলা করার পরপরই থানা পুলিশ শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত জেলা ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ (মুন্সি) চারজনকে আটক করে আদালতে হস্তান্তর করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

 

অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও নোয়াখালী জেলা সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল (কং/২৬৪) মকবুল হোসেন (৩২), বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে সিএনজি চালক মো. কামরুল (২৫), সদর উপজেলার দাদপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল মান্নান (৪৯), বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নুর হোসেন কালু (৩০)।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সুধারাম থানার বেষ্টনীর মধ্যে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বাবুর্চি আবুল কালামের রুমে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান পাঠান বলেন, বৃহস্পতিবার দুপুরে ভিকটিম ঢাকা থেকে ব্যক্তিগত কাজে নোয়াখালীর মাইজদীতে আসেন। সেখানে অবস্থানকালে টাকার সংকট দেখা দিলে ভিকটিম তার পূর্বপরিচিত সিএনজি চালক মো. কামরুলের সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে কামরুল ও তার দুই সহযোগী আবদুল মান্নান ও নুর হোসেন কালু ভিকটিমকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল (মুন্সি) মকবুল হোসেনের কাছে নিয়ে যায়। এ সময় তাদের সহযোগিতায় মুন্সি মকবুল হোসেন ভিকটিমকে ট্রাফিক পুলিশের বাবুর্চি আবুল কালামের রুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরপরই ভিকটিম পাশের সুধারাম থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

 

সুধারাম মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকেই গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারি পরীক্ষার ফলাফল পেলেই বোঝা যাবে অভিযোগকারীর অভিযোগ সঠিক কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *