দুই সাংবাদিকের বিরুদ্ধে জিডি, সাংবাদিক নেতাদের উদ্বেগ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের দুই সাংবাদিকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।

নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে যেকোনো ব্যক্তি সংক্ষুব্ধ হতেই পারেন। তার জন্য আলাপ-আলোচনার পথ খোলা আছে। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি অনভিপ্রেত। এতে কোনো পক্ষেরই কোনো লাভ হবে না। বরং পুলিশ প্রশাসনের সঙ্গে সংবাদকর্মীদের মুখোমুখি অবস্থান সবার জন্য অমঙ্গলই বয়ে আনবে।
নেতৃদ্বয় অবিলম্বে এই অবস্থান থেকে সরে এসে সৃষ্ট ভুল বোঝাবুঝি আলাপ-আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *