তুরস্কের ১০ অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা কার্যকর

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: পার্লামেন্টে ভোটের পর দক্ষিণ তুরস্কের ১০টি ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা কার্যকর হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোয়ান অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা এখন ১৯ হাজার ৩০০ ছাড়িয়েছে, যা ২০১১ সালে জাপানের ফুকুশিমা দুর্যোগে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে এরদোয়ান উদ্ধার অভিযানে ঘাটতির বিষয় স্বীকার করেন। তিনি বলেন, ‘অবশ্যই, ঘাটতি রয়েছে। ’ প্রেসিডেন্ট এরদোয়ান অঙ্গীকার করেন, এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্র্নিমাণ করা হবে।

তিন মাসের জরুরি অবস্থার বিষয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, জরুরি অবস্থা ঋণদাতা ও রাষ্ট্রদ্রোহী গোষ্ঠীগুলোকে ভূমিকম্পের বিপর্যয়ের পরবর্তী শোষণ থেকে বিরত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *