ঝিনাইদহে শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামি হানিফ অস্ত্র গুলিসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শীর্ষ সন্ত্রাসী হত্যা চাঁদাবাজিসহ ১৩ মামলার আসামি আবু হানিফ অস্ত্র-গুলিসহ আটক হয়েছে।

শনিবার ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকা থেকে  র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আটক হানিফ নিষিদ্ধ ঘোষিত পূর্ব-বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে র‌্যাব দাবি করেছে। হানিফ হরিণাকুন্ডু উপজেলার নগড় ঠকপাড়া গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, আবু হানিফ ঝিনাইদা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। ঝিনাইদহ সদর থানা সহ তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ ১৩ টি মামলা রয়েছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঝিনাইদহের পায়রা চত্বর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য চরমপন্থীদের নিয়ে একত্রিত হয়েছেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা দিয়ে দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *