চুয়াডাঙ্গায় পানিতে ভাসছে ত্রাণের চাল

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জিকে ক্যানেল পাড় থেকে ৫০ বস্তা সরকারি চাল ফেলে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। তবে কে বা কারা এই ৫০ বস্তা চাল ফেলে রেখে যায় তার কোন হদিস পায়নি কেউ। শনিবার রাতে স্থানীয় এলাকাবাসীর সংবাদের আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও সরকারি খাদ্যগুদাম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্যানেলের পানির ধারে পরিত্যাক্ত এসব চালের বস্তার গায়ে লেখা গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ডাইরেক্টরেট অব ফুড। মিনিস্ট্রি অব ফুড। নেট ওয়েট ৫০ কেজি লেখা থাকতে দেখা যায়।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের জিকে ক্যানেলে শনিবার রাতে স্থানীয়রা মাছ ধরতে যায়। এ সময় ক্যানেলের পাশে সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান সরকারি খাদ্যগুদামের চাল। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে জড়ো হয় উৎসুক জনতা। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির, ওসিএলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, ‘নষ্ট চাল কে বা কারা ক্যানেল পাড়ে ফেলেছে গেছে। এ চালগুলো খাবার অনুপযোগী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কামরুজ্জামান সেলিম
চুয়াডাঙ্গা।
০১৯৭৫-৯৫২৮২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *