গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট চূর্ণ-বিচূর্ণ, নিহত ৭

নিউজটি শেয়ার লাইক দিন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকার চূর্ণ-বিচূর্ণ হয়ে প্রাইভেট কারের ৭ যাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আমরা ছয়জনকে উদ্ধার করেছি। আওতার মধ্যে আহতদের মধ্যে থেকে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান। নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে নিহত ও আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *