কুড়িগ্রামের সংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন 

নিউজটি শেয়ার লাইক দিন
এস এম রাফাত হোসেন বাঁধন: কুড়িগ্রামের সংবাদকর্মী আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ও দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং পীরগঞ্জের ইউএনও টিএমএ মমিনের নানা অনিয়ম-অব্যবস্থাপনাসহ স্থানীয় সংবাদকর্মী মাজাহারুল আলম মিলন,সংবাদকর্মী আব্দুল করিমের বিরুদ্ধে মামলার হুমকি ও নানাভাবে সংবাদকর্মী সেবু মোস্তাফিজসহ বেশ কয়েকজনকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৮ মার্চ ২০২০ তারিখে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত¡র থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত অর্ধ কিলোমিটার ব্যাপি অনুষ্ঠিতব্য মানববন্ধনে পীরগঞ্জের কর্মরত সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সেবু মোস্তাফিজের স ালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোকসেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মাজাহারুল আলম মিলন, যুগ্ম সম্পাদক আনজারুল হক, উত্তরাঞ্চলীয় সাংবাদিক সোসাইটির সভাপতি জিএম মজনুমিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা ,  সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক গোলাম কবির বিলু, সিনিয়র সাংবাদিক আলহাজ আব্দুল্লাহীল বাকী বাবলু , সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *