করোনায় ঘর বন্দী মানুষ,সুযোগ কাজে লাগাচ্ছে সীমান্তের মাদক ব্যবসায়ীরা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে আসা নিষেধ করেছে সরকার। তবে শনিবার থেকে চলাফেরার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির মাদক গটফাদারা।

মাদক কারবারিরা অভিনব পদ্ধতিতে পরিবহন করছে এসব মাদকদ্রব্য।করোনা ভাইরাসের কারনে মাদকচক্র কারীরা নড়েচড়ে বসছে গোপনে করছে কারবার।

সীমান্তে গত বৃহস্পতিবার ১৯শে মার্চ দুপুরে ৮২বোতল ফেন্সিডিল সহ রয়েল নামে এক জন মাদক কারবারি আটক করে,শুক্রবার ২৭শে মার্চ রাতে ১৯ বোতল ফেন্সিডিল সহ ছন্দ বেগম নামে এক নারী মাদক কারবাবিকে গ্রেফতার করে। এছাড়া ও পরিত্যক্ত ৪৮কেজি গাঁজা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।এরপরই বিষয়টি গুরত্বর নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, করোনা প্রাদুর্ভাবের সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেতে পারে মাদক ব্যবসায়ীরা।মাদক চক্র কোন ভাবে তাদের প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে কঠোর নজরদারিতে আছে পুলিশের।শার্শা উপজেলায় করোনার পাশাপাশি মাদকের জাল কোন বিস্তার করতে পারবে না।

বেনাপোল পোর্টথানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন,মাদকে সব সময় পোর্ট থানা জিরো টলারেন্স আছে।মদক ব্যাবসায়ীরা কোন ভাবে তাদের কার্যক্রম না চালাতে পারে সে দিকে বিশেষ সজাগ রেখে আমাদের অফিসাররা নিলশ ভাবে কাজ করছে।

সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের সব চালান রাজধানী সহ বিভিন্ন স্থানে বিভিন্ন কৌশলে পৌছায়।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৮/৩/২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *