এবার বাগদাদে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, মার্কিন বাহিনী সেখানকার তাজি সামরিক ঘাঁটিতে বেশ কয়েক মাস ধরে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। সেখানেই রকেট হামলা চালানো হয়।

ইরাকের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। ইরাকের প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার তৈরি অন্তত পাঁচটি কাতিউশা ধরনের প্রজেক্টিকাল সামরিক ক্ষেত্র আঘাত হানে।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় একটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত রবিবার ইরাকের বালাদ বিমান ঘাঁটির ভিতরে মোট সাতটি মর্টার হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, মার্কিন বাহিনী ওই মর্টারগুলো নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় ইরাকের অন্তত চারজন সেনা আহত হন।

প্রসঙ্গত, মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলেমানি নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি মার্কিন দু’টি ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওইদিন দু’টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় নজিরবিহীন চাপে পড়েছে ইরান। এরই মধ্যে গণবিক্ষোভের জেরে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে ইরান সরকার।

এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনার ভিডিও ফাঁস হয়ে গেছে। তার জেরে আরো চাপ বেড়েছে ইরান সরকারের। ইউটিউবে সেই ভিডিও ফাঁসকারীকে এরই মধ্যে আটকও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *