এবার আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় মৃত্যু ১৬ হাজার

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: আমেরিকায় চলতি বছরের মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কমে আসার একই সময়ে দেশটির একটি গণমাধ্যম খবর দিয়েছে, এ বছর মৌসুমি ইনফ্লুয়েঞ্জায় দেশটিতে প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আমেরিকার নিউজ পোর্টাল ‘হাওয়াই নিউজ নাউ’ জানিয়েছে, দেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র ঘোষণা করেছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ১৬ হাজার মানুষের মধ্যে ১০৫ জন ছিল শিশু।
ওই কেন্দ্র ধারণা করছে, চলতি বছর প্রায় দুই কোটি ৯০ লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে যাদের মধ্যে দুই লাখ ৮০ হাজার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ পুরোপুরি শেষ হওয়ার আগেই আমেরিকার জনগণ এখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন।

দেশটির গণমাধ্যমে এখন পর্যন্ত বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হচ্ছে না। মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কোনো কর্মসূচি দেখা না যাওয়ায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন।

রিপাবলিকানা সিনেটর মিট রমনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এ ছাড়া ডেমোক্র্যাট সিনেটর জ্যাক শোমার বলেছেন, করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *