ভারতে পালানো সময়ে বেনাপোলে ভোলার যুবলীগ নেতা গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব,যশোর: ভারতে পালানো সময়ে বেনাপোলে তাজউদ্দিন (৫৫) নামে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সে ভোলার বোরহান উদ্দীন  উপজেলার ৭ নাম্বার কুতুবা ওয়ার্ডের আব্দুল গনি মাষ্টারের ছেলেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়াড কাউন্সিলর। তার বিরুদ্ধে শিক্ষার্থী আন্দলনে নির্যাতনও নিপীড়নের মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া।

তিনি বলেন, এর আগে ভারতে পালানোর চেষ্টা কালে বেনাপোল সীমান্তে  স্বৈরাচার সরকারের বেশ কয়েকজন নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। আজ আরো এক নেতা কে গ্রেফতারের পর তাকে আদালতে হস্তন্তর করা হয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দলনকারীদের উপর নির্যাতনও নিপীড়ন চালানো আসামীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে না পারে তার জন্য পোর্ট থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *