তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:ভারতের বনগাঁর নাগরিক রাকেশ প্রধান। যার পাসপোর্ট নম্বর-Z6953659 । তিনি প্রতিদিনের বাংলাদেশকে ক্রন্দনরত অবস্থায় বলেন, আমার বোনের বাড়ি বাংলাদেশে।
আমি এখানে বেড়াতে এসেছিলাম। বোন আমাকে ফোন করে বলে দিয়েছিলো বাংলাদেশ আসার সময়ে ফুচকা আর শনপাপড়ি নিয়ে আসতে। তাই আমি বৃহস্পতিবার বাংলাদেশের প্রবেশের সময়ে ছয় প্যাকেট ফুচকা ও তিনটি শনপাপড়ি নিয়ে আসছিলাম বাংলাদেশে। বেনাপোল ইমিগ্রেশনের কার্যাবলী সম্পন্ন করার পর বেনাপোলের রেলস্টেশন ইমিগ্রেশনের কাস্টমস কর্মকর্তারা সেগুলো কেড়ে নিয়ে আমাকে একটা স্লিপ ধরিয়ে দেয়। তিনি জানান সর্বসাকুল্যে ৭০০ টাকা দাম এ খাদ্যদ্রব্যের। বোনের ছেলে মেয়েদের জন্য নিয়ে যাওয়া এসব মালামাল কেড়ে নেয় কর্মকর্তারা। অথচ বড় বড় লাগেজ পার্টি বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে থাকা বিশেষ নামধারী কিছু ব্যক্তির সাহায্যে কর্মকর্তাদের সেটিং করে অবাধে চলে যাচ্ছে। আর নিরীহ যাত্রীদের উপর এ ধরনের মানসিক ও অর্থনৈতিক নির্যাতন চালাচ্ছে অসাধু কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা।

একই কথা বলছিলেন,ঢাকা মুন্সিগঞ্জের আলামিন নয়োন । যার পাসপোর্ট নাম্বার A03488232 । তিনি পেশায় একজন বেসরকারী চাকুরী জীবি।
ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদনের পর ভারতীয় হাইকমিশনার ১৬ই জুলাই ৬ মাস মেয়াদী তাকে মাল্টিপল ভিসা প্রদান করেন। কিন্তু চাকুরীতে ব্যস্ততা ও ছুটি না পাওয়ার কারণে তার ভারতে যাওয়া হয়নি। ভিসার মেয়াদ শেষ হতে আর মাত্র ২ মাস বাকি। চার মাস অতিবাহিত হয়ে গেল তার ভারতে যাওয়া হয়নি। তাই তিনি গত মঙ্গলবারে ভারতে গিয়েছিলেন ভ্রমণে। সেখানে ভ্রমণ শেষে সামান্য কিছু কেনাকাটা করেন। তার স্ত্রী, ছোট বোন ও শালিকার জন্য তিনটি থ্রি পিস, বাবা ও দুই চাচার জন্য তিনটি পাঞ্জাবি, মা ও স্ত্রীর জন্য শাড়ি, নিজেরও ছোট ভাইয়ের জন্য দু’টি টি শার্ট, দুটি গেঞ্জি ও ছয়টি রুমাল। ভ্রমণ ও কেনাকাটা শেষে শনিবার বেলা ১১ টার দিকে তিনি ভারতীয় ইমিগ্রেশনের কার্যাবলী সম্পন্ন করে বেলা সাড়ে বারোটার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান। ইমিগ্রেশনের কার্যাবলী সম্পন্ন করার পর বেনাপোল কাস্টমসের স্ক্যান মেশিনে মালামাল গুলো স্ক্যান করার পরে কাস্টমস কর্মকর্তারা মালামাল গুলো জোর করে কেড়ে নেয়। এরপর আমাকে একটা স্লিপ ধরিয়ে দেন। জানতে চাইলে তারা বলেন, এসব মালামালের উপযুক্ত ভ্যাট ট্যাক্স দিয়ে বেনাপোল কাস্টমস থেকে নিয়ে যাবেন।

বরিশালের প্রদীপ ঘোষ বলেন, আমি গত ১৫ দিন আগে আমার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলাম। চিকিৎসা শেষে নাতি-পুতনিদের জন্য ও মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস সবই নিয়ে নিয়েছে। বেনাপোল কাস্টমসের ইমিগ্রেশন কাস্টমসের ভিতর বড় সাইনবোর্ড ঝুলানো রয়েছে তাতে লেখা রয়েছে স্থল বন্দর দিয়ে ভ্রমণের সময়ে যাবতীয় কাস্টম আইন কানুন। তাতে লেখা রয়েছে স্থল পথে একজন আগত যাত্রী বিদেশ থেকে আসার সময়ে সর্বোচ্চ ৪০০ (চারশত) মার্কিন ডলার মূল্যের মালামাল সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে মালামাল লাগেজে নিয়ে আসতে পারবে। সে অনুযায়ী আমরা স্বামী-স্ত্রী মিলে ৮০০ ডলার অর্থাৎ ৮০ হাজার টাকার অধিক মূল্যের মালামাল নিয়ে আসার বিধান স্পষ্ট রয়েছে। অথচ আমরা দু’জন মিলে সর্বসাকুল্যে ৮ থেকে ১০ হাজার টাকার কাপড়-চোপড় ও খাদ্য সামগ্রী ক্রয় করেছি। সেটাও কাস্টমস নিয়ে নিয়েছে। আমরা কার কাছে বিচার চাইবো? ভিতরেই বড় বড় অক্ষরে লেখা আছে এসব আইন কানুনের কথা অথচ তারাই এসব বেআইনি কাজ করছে। তাদের রুখবে কে?
ইমিগ্রেশন সূত্রগুলো জানিয়েছে, ইমিগ্রেশনের ভিতরে কাস্টমস কর্মকর্তাদের হয়ে কিছু বেসরকারী লোকজন কাজ করেন। যাদেরকে স্থানীয় ভাষায় এনজিও বলে। এছাড়া কাস্টমস কর্মকর্তাদের হয়ে কিছু বিশেষ নামধারী ব্যক্তিরা কাজ করেন ইমিগ্রেশন কাস্টমসের ভিতরে। তারা প্রকৃত লাগেজ ব্যবসায়ীদের সাথে সিস্টেম করে নির্বিঘ্নে লাগেজ পার করে নিয়ে যায়। অথচ সাধারণ পাসপোর্ট যাত্রীরা বেড়াতে গিয়ে অথবা চিকিৎসা জন্য সামান্য কিছু কেনাকাটা করলেই সেসব মালামাল জোর করে রেখে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে বেনাপোলের কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর রহমানের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একজন পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশে ফেরার পথে ৪০০ ডলারের মালামাল বহন করতে পারবে। তবে শর্ত থাকে ওই ব্যক্তি বছরে তিনবারের অধিক এ সুযোগ পাবে না। তবে নতুন পাসপোর্ট যাত্রীরা বেড়াতে অথবা চিকিৎসা অথবা তিনবারের কম ভারত গিয়ে ফিরে আসার সময়ে কিছু কেনাকাটা করলেও সেগুলো রেখে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। বিষয়টি প্রমাণিত হলো ইমিগ্রেশনে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।